জাতীয় ৩১ জুলাই, ২০১৯ ০৫:২৮

মশার জ্বালায় অতিষ্ট হয়ে থানায় জিডি!

নিজস্ব প্রতিবেদক।। 

এডিস মশার আক্রমণ থেকে থেকে বাঁচতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এক বাসিন্দা পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেছেন।

ডায়েরী দায়েরকারী ব্যক্তির নাম ইউসুফ আহমেদ(৩৮) তিনি পল্লবী থানাথীন মিরপুর এলাকার বাসিন্দা।  তিনি জিডির কপি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলে তা ব্যাপক আলোড়ন তোলে।  

তিনি অফিসার ইনচার্জ বরাবর সাধারন ডায়েরী নথিভুক্ত করার আবেদন করেন। সেখানে তিনি জানান, তিনি উত্তর সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি নিয়মিত তার বাড়ির হোল্ডিং ট্যাক্স পরিশোধ করে আসছেন। সেই হিসেবে সিটি কর্পোরেশনের একজন বাসিন্দা হিসেবে সকল নাগরিক সুবিধা তার প্রাপ্য। কিন্তু এই ডেঙ্গু মশার উপদ্রবের সময় যে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই সময়ও তিনি তাদের কাউন্সিলরকে পাশে পাচ্ছেন না।

তিনি আরও দাবি করেন, তার এলাকায় মশার ওষুধ ছিটানোর কথা থাকলেও নতুন কাউন্সেলর নির্বাচিত হওয়ার পর, একদিনও কালশী বা এর আশে পাশের এলাকায় মশার ওষুধ ছিটানো হয় নি।

ফলে তার পরিবারের সদস্যরা মশার অত্যাচারে অতিষ্ট  তিনি কাউন্সেলরের সাথে মুঠোফোন মারফত যোগাযোগ করলেও কোন প্রতিকার না পেয়ে অনেকটা বাধ্য হয়ে বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরী করছেন।

যেখানে তিনি উল্লেখ করেছেন, যে কোন সময় তিনি বা তার পরিবারের সদস্যরা মশাবাহিত যে কোন ভয়াবহ রোগে আক্রান্ত হতে পারেন এবং সে তার পরিবার বর্তমানে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন।