জাতীয় ৪ এপ্রিল, ২০২৩ ০৬:৪৯

বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে: মেয়র তাপস  

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, বঙ্গবাজারে অগ্নিকাণ্ড শুরু হওয়ার পর পরই আমাদের ফায়ার সার্ভিস, পুলিশ প্রশাসনসহ সকল সংস্থার সবাই এক যোগে কাজ শুরু করেছে, সবাই সমন্বিতভাবে মাঠে নেমেছে। ফলে জীবনের কোনো ক্ষতি হয়নি, মালামালের ক্ষয়ক্ষতিও সীমিত করা গেছে। অনেক মালামাল দ্রুত সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বুড়িগঙ্গা হলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডিএসসিসি মেয়র বলেন, ‘মাত্র ৬ ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় ক্ষয়ক্ষতি সীমিত করা গেছে। এর চেয়েও বেশি ক্ষতি হতে পারত। আগুন আরও ব্যাপক হতে পারত, আরও ব্যাপকভাবে ছড়িয়ে যেতে পারত। আমাদের ফায়ার সার্ভিস ও অন্য সংস্থা সমন্বিতভাবে কাজ করেছে বলেই দ্রুততার সঙ্গে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।’

ডিএসিসিসি মেয়র বলেন, ‘আমরা অত্যন্ত ব্যথিত ও সঙ্কিত। খুব সহসাই দেখছি, বারবার বিভিন্ন দুর্ঘটনা ঘটে চলছে। এর আগে এরকম কোনো নজির দেখিনি, এত ঘন ঘন দুর্ঘটনা ঘটা। ভোর ৬টায় অগ্নিকাণ্ডের পর সব সংস্থা, ফায়ার সার্ভিস, পুলিশ প্রশাসন, সিটি করপোরেশন একত্রিত ও সমন্বিতভাবে সঙ্গে সঙ্গে মাঠে নেমেছে। যার ফলশ্রুতে কোনো জানের ক্ষতি হয়নি। মালামালের ক্ষতিও সীমিত করা গেছে। অনেক মালামাল দ্রুত সরিয়ে নিয়ে গেছে।’

শেখ তাপস বলেন, ‘আগুন সীমারেখা মানে না। পুলিশ হেড কোয়ার্টারেও চলে এসেছিল। সেটাও নিয়ন্ত্রণ করা হয়েছে। সীমিত ক্ষতি মাথায় রেখে অত্যন্ত দ্রুততার সঙ্গে নিয়ন্ত্রণে এবং নির্বাপণে ব্যবস্থা নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের আজকের দিনটা অর্জনের দিন ছিল। পদ্মা সেতুতে ট্রেন চলাচল ছিল। সকাল থেকে আনন্দ উপভোগ করব, সেখানে এই অগ্নিকাণ্ড। আমরা অত্যন্ত মর্মাহত হয়েছি। ক্ষতিগ্রস্তদের প্রতি সমাবেদনা জানাই। এরই মধ্যে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন ক্ষুদ্র বিনোয়োগকারীদের পুর্নবাসনের।’

আমাদেরকাগজ/এইচএম