জাতীয় ৩০ সেপ্টেম্বর, ২০১৯ ০৬:২৪

জাবি ভিসি’র পদত্যাগ: আলটিমেটামের শেষ দিন আজ

ডেস্ক রিপোর্ট।। 

দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলামকে দেয়া পদত্যাগের আল্টিমেটামের শেষ দিন আজ।

দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলামকে দেয়া পদত্যাগের আল্টিমেটামের শেষ দিন আজ। অন্যথায় কাল থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোরনরত শিক্ষার্থীরা।

উপাচার্যের পদত্যাগ দাবিতে গত ৭দিন ধরে কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করছেন তারা। আন্দোলনকারীদের দাবি, উপাচার্য ও তার পরিবার দুর্নীতিতে জড়িত। সেজন্য ভর্তি পরীক্ষায় উপাচার্যকে পরীক্ষা কেন্দ্রে অবাঞ্ছিত ঘোষণা করেছে আন্দোলনকারীরা। উপাচার্য স্বেচ্ছায় পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক হাজার ৪৪৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে উপাচার্য (ভিসি) অধ্যাপক ফারজানা ইসলামের পদত্যাগ দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুরু করে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।

এর আগে গত ১৮ই সেপ্টেম্বর দুর্নীতির অভিযোগের বিচার-বিভাগীয় তদন্ত দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আন্দোলনকারীদের আলোচনা ফলপ্রসু না হওয়ায় উপাচার্যের পদত্যাগ দাবি ও ভর্তি পরীক্ষায় ভবনগুলোতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। স্বেচ্ছা পদত্যাগে আগামী পহেলা অক্টোবর পর্যন্ত সময় বেধে দিয়েছেন আন্দোলনকারীরা।