জাতীয় ২ অক্টোবর, ২০১৯ ১১:৩১

ভারত সফরের আগ মূহুর্তে শেখ হাসিনাকে ইমরানের ফোন!

ডেস্ক রিপোর্ট।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের দিনক্ষন ঠিক হয়ে গেছে। এমনকি আলোচ্যসূচিও ঠিকঠাক। ঠিক এই মূহুর্তেই ভারত সফরের আগের দিন প্রধানমন্ত্রীকে ফোন দিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। 

বুধবার (২ অক্টোবর) বিকালে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ফোন আসে বলে সাংবাদিকদের জানিয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস সচিব ইহসানুল করিম।

তিনি বলেন, “আজ বিকেলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী  ইমরান খান।”

কী নিয়ে এই ফোন- সে সম্পর্কে বলতে গিয়ে প্রেসসচিব ইহসানুল করিম বলেন, “কুশলাদি বিনিময়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখের বর্তমান অবস্থার খোঁজখবর নেন (ইমরান খান)।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, চোখের চিকিৎসার খোঁজখবর নেওয়ার জন্য পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে ধন্যবাদ জানান।

সম্প্রতি লন্ডনে শেখ হাসিনার চোখের অস্ত্রোপচার হয়েছে।

নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ৭৪তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন থেকে ফেরার পর শেখ হাসিনা বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভারত সফরে যাচ্ছেন। এছাড়াো জাতিসংঘ অধিবেশনের ব্যাস্ততার ফাঁকেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হয়েছিল শেখ হাসিনার।

ইমরান খান জাতিসংঘ অধিবেশনে যোগ দিলেও বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তার কোনো বৈঠক হয়নি।

উপমহাদেশের দুই পরমাণু শক্তিধর রাষ্ট্র ভারত-পাকিস্তান সম্পর্ক বর্তমানে অনেক চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। চলতি বছরেই দেশ দুটির মাঝে দুইবার যুদ্ধাবস্থার পরিস্থিতি বছরের শুরুতে দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থাও তৈরি হয়েছিল। জাতিসংঘের সাধারণ অধিবেশনেও দুই দেশ পরস্পরকে আক্রমণ করে বক্তব্য দিয়েছে।