জাতীয় ১০ জুলাই, ২০২৩ ১১:০৬

জাতীয় নির্বাচন: মাঠের দায়িত্বে থাকবে ৬টি ব্যাচের কর্মকর্তারা

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে বিএনপিকে অপ্রস্তুত রেখেই নির্বাচনের আয়োজন করতে পারে সরকার। কারণ হিসেবে জানা যায়, বিএনপির ১০টি বিভাগীয় সমাবেশে ব্যপক জনসমাগমে উজ্জীবিত হয়েছিল দলের নেতা-কর্মীরা। কিন্তু নির্বাচনী মাঠে তাদের অনুপস্থিতি এবং দৃশ্যমান কোন কর্মকাণ্ড চোখে পড়েনি। তাই পিছিয়ে নেই সরকার। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে জনপ্রশাসনের পদবিন্যাসে দেখা যাচ্ছে, বিসিএসের ছয়টি ব্যাচের কর্মকর্তারা মাঠ পর্যায়ের দায়িত্বে থাকবেন।

এর মধ্যে ২৪, ২৫ ও ২৭তম ব্যাচের কর্মকর্তারা জেলাগুলোতে ডিসির পদে থাকবেন, যারা সেই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হবেন।

৩৩, ৩৪ ও ৩৫তম ব্যাচের কর্মকর্তারা থাকবেন ইউএনও পদে, যারা পালন করবেন সেই নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব।

২৫তম বিসিএসের কর্মকর্তারা ২০০৬ সালের অগাস্টে চাকরিতে যোগ দেন। আর ২০০৮ সালের নভেম্বরে ২৭তম বিসিএসের কর্মকর্তারা নিয়োগ পান।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, “২২তম ব্যাচের কর্মকর্তাদের ডিসির পদ থেকে তুলে সেখানে ২৭তম ব্যাচের কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হবে।”

২২তম ব্যাচের ২০ জন ডিসির দায়িত্বে ছিলেন। পাশাপাশি ২৪তম ব্যাচের ২৯ জন এবং ২৫তম ব্যাচের ১৫ জন কর্মকর্তা বর্তমানে ডিসির দায়িত্বে রয়েছেন।

উপসচিব পদমর্যাদার ২২তম ব্যাচের কর্মকর্তাদের যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি দেওয়ার পাশাপাশি জেলা থেকে সরিয়ে আনা হচ্ছে। এর মধ্যে তিন দিনের ব্যবধানে দুটি প্রজ্ঞাপনে ২০ জনকে জেলা থেকে সরিয়ে আনা হয়েছে।

প্রতিমন্ত্রী ফরহাদ বলেন, “চলতি মাসের মধ্যে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হবে। ২২তম ব্যাচের সব কর্মকর্তাকে ডিসির পদ থেকে তুলে আনা হবে।”

কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ডিসি হিসেবে কর্মরত ২২তম বিসিএস ব্যাচের ২০ জন কর্মকর্তা যুগ্মসচিব পদে পদোন্নতির আওতায় আসবেন।

আমাদেরকাগজ/এমটি