জাতীয় ২৭ জুলাই, ২০২৩ ০৯:০৪

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির যেসব নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৯ জুলাই (শনিবার) সারাদেশে পবিত্র আশুরা পালিত হবে। কারবালা প্রান্তরে হজরত ইমাম হোসাইন (রা.) এর শাহাদত বরণের শোকাবহ ঘটনাকে কেন্দ্র করে মূলত পালিত হয় আশুরা। 

আশুরা পালন উপলক্ষে বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আশুরা উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন এলাকার বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। এ মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লভ, তরবারি ইত্যাদি নিয়ে অংশগ্রহণ করা যাবে না। 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ধর্মপ্রাণ মুসল্লি ও নগরবাসীর মনে আতঙ্ক ও সৃষ্টিসহ জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কোনো কাজ করা যাবে না। তাছাড়া আশুরা উপলক্ষে আতশবাজি ও পটকা ফাটানো যাবে না।

আমাদেরকাগজ/এইচএম