জাতীয় ৯ আগস্ট, ২০২৩ ০৭:১৭

বিদেশিরা দেশের মঙ্গল চায় না, অশান্তি চায়: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:  বিদেশিরা বাংলাদেশের মঙ্গল চায় না বরং অমান্তি চায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার (৯ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত বিএসটি নাগরিক সংলাপ-১৯ এর প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নের গতি-প্রকৃতি শীর্ষক এই নাগরিক সংলাপের আয়োজন করে ‘বাংলাদেশ স্টাডি ট্রাস্ট (বিএসটি)’।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের উন্নয়ন হোক সেটা বিদেশিরা চায় না। কারণ গরীব দেশ হলে তাদের সুবিধা হয়। সেকারণে তারা আমাদের দেশের উন্নয়ন চায় না। দেশের উন্নয়ন দেশের মানুষকেই করতে হবে।

মন্ত্রী বলেন, যদি বিএনপি-জামায়াত নির্বাচিত হয় তাহলে বাংলাদেশ আবারো ৬৪ জেলায় এক যোগে বোমা হামলা, জঙ্গিবাদ, গ্রেনেড হামলাসহ নানা নৈরাজ্য সৃষ্টি হবে। আবারো বাংলাদেশ দুর্নীতিতে প্রথম হবে।

আব্দুল মোমেন বলেন, আমাদের প্রধানমন্ত্রী সব দেশের সাথে সুসম্পর্ক রেখে চলে। আমাদের উন্নয়ন হোক সেটা বিদেশিরা চায় না। কারণ গরীব দেশ হলে তাদের সুবিধা হয়। সেকারণে তারা আমাদের দেশের উন্নয়ন চায় না। আমাদের দেশের উন্নয়ন দেশের মানুষকেই করতে হবে।

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনের আগে আরও ২০টি দেশে নির্বাচন রয়েছে। বাংলাদেশের উন্নয়নের গতি প্রকৃতি কিভাবে ধরে রাখা যায় সেদিকে আলোকপাত করা উচিত। দুনিয়ার অনেক জায়গায় ইলেকশন হয় কিন্তু সেখানে ওইসব কথাবার্তা আসে না। ২০০১-২০০৬ পর্যন্ত আমাদের অর্থনীতি ও সামাজিক অবস্থার দিকে তাকালেই দেখা যাবে আমাদের কি অবস্থা ছিল।
 
ড. মোমেন বলেন, যদি তাই হয় তাহালে আপনারা বুঝতে পারবেন বাংলাদেশের জন্য কে উপযুক্ত। জাতির সামাজিক ও অর্থনৈতিক দেখলে আগামীতে আমারা কাকে নির্বাচিত করব সেটা পরিষ্কার হয়ে যাবে।

এছাড়া সংলাপে বক্তারা বলেন, দেশের এক শ্রেণির মানুষের চোখে ছানি পড়েছে। তারা দেশের উন্নয়ন দেখতে পায় না।


আমাদেরকাগজ/এইচএম