জাতীয় ১১ অক্টোবর, ২০২৩ ১২:৫০

ইলিশের দাম নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই : প্রাণিসম্পদ মন্ত্রী 

আমাদের কাগজ ডেস্ক : ইলিশের উচ্চ দাম নিয়ন্ত্রণ আমাদের হাতে কিংবা এখতিয়ারে নেই গাঁ ছাড়া জবাব দিয়েছেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। 

এর আগে আজ (বুধবার) প্রধান প্রজনন মৌসুমে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩’ বাস্তবায়ন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ইলিশের দাম নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দায়িত্ব। এটি তারা কার্যকর পদক্ষেপ নেবে বলে জানান তিনি। 

প্রসঙ্গত, বুধবার (১১ অক্টোবর) মধ্যরাত থেকে ২২ দিনের জন্য নিষিদ্ধ হচ্ছে ইলিশ ধরা। যা অব্যাহত থাকবে আগামী ২ নভেম্বর পর্যন্ত।এসময় মাছ ধরা, পরিবহন, বিপণন ও সংরক্ষণ নিষিদ্ধ দেওয়া হয়েছে।  

ইলিশ সংক্রান্ত বিয়য়ে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম জানান, ইলিশ এখন শুধু আমাদের জাতীয় সম্পদই নয়, এটি এখন কূটনীতির অংশে পরিণত হয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে দুর্গাপূজায় সীমিত পরিসরে ইলিশ রপ্তানি হয়ে থাকে, যা তাদের কাছে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করছে এবং দুই দেশের বাণিজ্যিকসহ কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করছে।

তিনি বলেন, গত চার বছরে ভারতে ৫ হাজার ৫৪১ টন ইলিশ রপ্তানি হয়েছে। যা মোট ইলিশ উৎপাদনের মাত্র দশমিক ৫ ভাগেরও কম। যা থেকে আয় হয়েছে ৪৩৯ হাজার কোটি টাকা।

প্রাণিসম্পদ মন্ত্রী আরও জানান, সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরে বাণিজ্য মন্ত্রণালয় ৩ হাজার ৯৫০ টন ইলিশ ভারতে রপ্তানির অনুমোদন দিয়েছে। এরমধ্যে গত ১০ অক্টোবর পর্যন্ত ৬০৯ টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে, যা থেকে আয় হয়েছে প্রায় ৬৮ কোটি ২০ লাখ টাকা।

সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মাহবুবুল হকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমাদেরকাগজ(এমটি)