জাতীয় ১৪ নভেম্বর, ২০২৩ ০৩:৩৮

তফসিলের ঘোষণা আসতে পারে দুই-এক দিনের মধ্যেই

আমাদের কাগজ ডেস্ক: কঠোর গোপনীয়তা অবলম্বন করে তফসিল ঘোষণার সার্বিক কার্যক্রম সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি) আগামী অথবা জানুয়ারি ভোটের তারিখ ঘোষণা করা হতে পারে।

ইসির সংশ্লিষ্টরা বলছেন, তফসিল ঘোষণার লক্ষ্যে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নির্বাচন ভবনে সব ধরনের দর্শনার্থী প্রবেশের নিষেধাজ্ঞা দিয়েছে ইসি। লক্ষ্মীপুর- ব্রাহ্মণবাড়িয়া- আসনের উপনির্বাচনে গেজেট আজ মঙ্গলবার প্রকাশ করার সিদ্ধান্ত আছে কমিশনের। গেজেট শেষে আজ অথবা কাল সকালে দুই আসনের নির্বাচিত দুই সংসদ সদস্যের শপথ অনুষ্ঠিত হবে। কারণে আজ তফসিল ঘোষণা না- হতে পারে। এজন্য বুধবার তফসিল ঘোষণার জন্য উপযুক্ত বিবেচনা করেছে ইসি।

এর আগে গত নভেম্বর জাতীয় নির্বাচনের তফসিলের নির্দিষ্ট কোনো তারিখ না জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছিলেন, শিগগিরই ঘোষণা করা হবে তফসিল।

অন্য কমিশনারদের সঙ্গে নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, আমরা এটার ব্যাপারে এখনও সিদ্ধান্ত নিইনি। আমরা যেটা বলেছি যে, দ্রুত আমরা তফসিল ঘোষণা করব। কারণ সময় হয়ে গেছে।

আমাদেরকাগজ/এমটি