জাতীয় ১৫ আগস্ট, ২০১৯ ০৫:৩১

রাজধানীর পোস্তায় পলিথিন কারখানায় আগুন

জাতীয় ডেস্ক।। ইমরান

রাজধানীর লালবাগে পোস্তা নামক এলাকায় একটি পলিথিন কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। য়াগুন নিয়ন্ত্রনে আনতে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ১১টার দিকে লালবাগের পোস্তার ডাল এলাকার একটি পলিথিন কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে। পরে তা কারখানার বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে।

ফায়ার কন্ট্রোল রূম থেকে জানানো হয়েছে যে, ভেতরে কোন মানুষের উপস্থিতির বিষয়ে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ নিশ্চিত নয়। তবে ঈদের ছুটিতে কারখানা বন্ধ থাকায় ভেতরে কেউ ছিলো না বলে তাদের ধারনা।

অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনও জানা যায়নি।

অবশ্য স্থানীয়রা বলছেন, বিদ্যুতের ট্রান্সমিটার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়। যদিও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ বিষয়ে কিছুই বলা হয়নি।