জাতীয় ৬ অক্টোবর, ২০২০ ০৯:০৬

আজও ধর্ষণবিরোধী বিক্ষোভে উত্তাল রাজধানী

নিজস্ব প্রতিবেদক

সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা দেশ জুড়ে আলোড়ন তুলেছে। সর্বশেষ নোয়াখালীর বেগমগঞ্জে ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। আজও রাজধানীর বিভিন্নস্থানে ধর্ষণবিরোধী বিক্ষোভ হয়েছে।

রাজধানীর শাহাবাগে কালো পতাকা মিছিল করেছে শিক্ষার্থীরা। এ সময় তারা প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে রওনা হয়। পুলিশের বাঁধায় সেটি পণ্ড হয়ে যায়। শিক্ষার্থীরা অভিযোগ করেন, তাদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ। মিছিলে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লিটন নন্দী, বর্তমান সভাপতি মেহেদী হাসান নোবেল, ছাত্র ইউনিয়নের ঢাবি সাধারণ সম্পাদক রাগিব নাইম, ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক জওহরলাল রায় প্রমুখ।

রাজধানীর উত্তরাতেও চলছে বিক্ষোভ। সাধারণ শিক্ষার্থীরা আমাদের কাগজকে জানিয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। তাদের দাবিগুলো হচ্ছে- এক. ধর্ষণ আইন পুনঃবিবেচনার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা। দুই. ধর্ষণজনিত ঘটনা বা অপরাধের জন্য আলাদা দ্রুত বিচার ট্রাইবুনাল গঠন এবং ৩০-৬০ কার্যদিবসের মাঝে বিচার সম্পন্ন করার প্রক্রিয়া তৈরি করা। তিন. ধর্ষিতার বিনামূল্যে চিকিৎসা এবং পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করা। চার. জেলায় জেলায় ধর্ষণ প্রতিরোধে পুলিশের আলাদা টাস্কফোর্স গঠন করা। পাঁচ. নির্জন রাস্তায় সচল সিসিটিভি স্থাপন। ছয়. পূর্ববর্তী সকল ধর্ষণ মামলার রায় ৬ মাসের মাঝে সম্পন্ন করা। সাত. দলীয় মদদে কোন ধর্ষণকে বা কোন অপরাধকে আশ্রয় দেওয়া হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। আজ বিকেল ৪টায় সংবাদসম্মেলন করার কথা রয়েছে।