রাজনীতি ১১ ফেব্রুয়ারি, ২০২১ ০৯:১৫

বহিষ্কার হল ছাগল চোর ছাত্রলীগ নেতা

ডেস্ক রিপোর্ট

ছাগল চুরির অপরাধে সেই নেতাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় বাংলাদেশ ছাত্রলীগের মাদারীপুর জেলা শাখার সহ-সভাপতি তুহিন দর্জীকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ছাত্রলীগ নেতা তুহিন দর্জি ও তার সহযোগীরা। মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পখিরা এলাকা থেকে প্রাইভেটকারযোগে করে ছাগল চুরি করে নিয়ে যাচ্ছিলেন। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে প্রাইভেটকারটি গতিরোধ করে ছাত্রলীগ নেতা তুহিন দর্জি, সহযোগী জুবায়ের হাওলাদার, রানা ব্যাপারী, রবিউল ইসলাম ও মাহবুব তালুকদারকে আটক করে থানায় সোপর্দ করেন।

এ সময় চুরির কাজে ব্যবহৃত ওই প্রাইভেটকার জব্দ ও ছাগল উদ্ধার করা হয়। মামলা হওয়ার পরদিন ছাত্রলীগ নেতা তুহিনসহ চার সহযোগীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দিপংকর রোয়াজা জানান, ছাত্রলীগ নেতা তুহিন দর্জির নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৭টি মামলা রয়েছে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) আদালত আসামিদের জেলহাজতে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক বলেন, ছাগল চুরির ঘটনাটি সারা দেশে সমালোচিত হয়েছে। এতে ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। তুহিন দর্জি গ্রেফতারের দিন আমরা কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে তার বহিষ্কার চেয়ে সুপারিশ পাঠিয়েছি। চিঠি পাঠানোর ৬ দিন পর গতকাল মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাতে ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত ছাত্রলীগের একটি প্যাডে তুহিনকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।