রাজনীতি ১০ ডিসেম্বর, ২০২২ ০৫:৫৮

মুক্তির জন্য লড়াই ছাড়া আর কোনো পথ খোলা নেই: নূর

নিজস্ব প্রতিবেদক: জনগণের মুক্তির জন্য লড়াই ব্যাতীত আর কোনো পথ খোলা নেই বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সদস্যসচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর।

শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।

নুরুল হক নূর বলেন, জনগণকে সংগঠিত করে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। যেদিন ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলা যাবে সেদিন গণতন্ত্র মুক্তি পাবে।

এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আহমেদ ইসমাইল বন্ধন।

আমাদেরকাগজ/এইচএম