রাজনীতি ১১ মার্চ, ২০২৩ ০২:৫৪

নতুন করে ভয় দেখানো শুরু করেছে ক্ষমতাসীনরা: ফখরুল

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গ্রেফতার দেখিয়ে ক্ষমতাসীনরা নতুন করে ভয় দেখানো শুরু করেছে। তিনি বলেন,‘একদলীয় শাসন কায়েম করতে দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায় সরকার। আবার খায়েশ হয়েছে ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে ব্লুপ্রিন্ট নিয়ে ২৪-এর নির্বাচন করতে চায় তারা।’  

শনিবার (১১ মার্চ) রাজধানীর নয়াপল্টনে ১০ দফা দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন সরকার দেশকে নরকে পরিণত করেছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

সরকারকে উদ্দেশ করে মির্জা ফখরুল আরও বলেন, ‘১০ দফা মেনে নিন, পদত্যাগ করুন, তত্ত্বাবধায়ক মেনে নিন।’

বিএনপির আন্দোলনে সরকারের গাত্রদাহ হচ্ছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘গ্রেফতার করে দেশের মানুষকে দমিয়ে রাখতে চায় ক্ষমতাসীনরা। এজন্য তারা উসকানি দিচ্ছে; চক্রান্ত শুরু করেছে। পঞ্চগড়ে হামলার ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এসব বন্ধ করতে হবে।’

দুর্নীতির কারণে সরকারের উন্নয়নের ফানুস চুপষে গেছে দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘আশুলিয়ার ডাকাতির টাকা কোথায় গেল, জবাব কে দেবে। আদানির সঙ্গে চুক্তি দেশের স্বার্থবিরোধী। রাজধানীর সিদ্দিকবাজার ও সায়েন্স ল্যাব এলাকায় ভবন বিস্ফোরণে ও চট্টগ্রামে বিস্ফোরণের ঘটনার দায় নেবে কে? এর দায় সরকারকেই নিতে হবে।’

আন্দোলনে সরকার ভেসে যাবে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘ধৈর্যের সীমা আছে, মানুষ দেখতে চায় কতদিন তাদের বোকা বানাবেন। জনগণকে জিজ্ঞেস করলে তারাও বলবে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে যাবে না তারা।’

জনগণকে রাস্তায় নেমে আসর আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আন্দোলনের মাধ্যমে সরকারকে পরাজিত করতে হবে। শেখ হাসিনা সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি। সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে হবে।’

 আমাদের কাগজ/এমটি