রাজনীতি ২৫ জুলাই, ২০২৩ ০৮:১০

ফখরুলকে দেখতে মনে হয় অনেক ভালো মানুষ, অথচ মুখে এত বিষ: কাদের

নিজস্ব প্রতিবেদক: কম্বোডিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার খবরে অনেকে আনন্দিত হয়েছে বলে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এখানে বিরোধী দল অংশ না নিলে কার অপরাধ? আমরা তাদের সাহায্যও বন্ধ করে দিয়েছি। এত দিন যার মুখ-চোখ শুকিয়ে গিয়েছিল, এখন আবার গলায় পানি এসেছে। ফখরুলের গলায় এখন অনেক পানি। দেখতে মনে হয় অনেক ভালো মানুষ, অথচ মুখে এত বিষ!’

মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাসী নয়, অস্ত্রের শক্তিতে বিশ্বাসী। বিএনপি খালি মাঠ পেলে সংঘাত করতে চাইবে। তবে আওয়ামী লীগ সতর্ক থাকবে, কেউ সংঘাত করতে এলে প্রতিহত করা হবে।’

সীমান্ত থেকে বিএনপির অস্ত্র আনার খবর পাওয়া যাচ্ছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘খবর পাচ্ছি, সীমান্ত থেকে অস্ত্র কিনছে তারা (বিএনপি)। চাঁপাইনবাবগঞ্জ তাদের অস্ত্র সরবরাহের একটি ঘাঁটি। আগ্নেয়াস্ত্র এনে তারা মজুত করছে। তারা জানে, গণশক্তি জনশক্তি নয়। তারা মনে করে, অস্ত্রশক্তি হলো আসল শক্তি। যারা অস্ত্র দিয়ে ক্ষমতায় আসে, তাদের প্রতি জনগণের আস্থা থাকার কথা নয়।’

জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থাশীল বলে মন্তব্য করে তিনি বলেন, ‘জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে আওয়ামী লীগ শান্তিপূর্ণ নির্বাচন চায়।’


আমাদেরকাগজ/এইচএম