আমাদের কাগজ ডেস্ক : ঘটনা আজ সোমবার সকাল সোয়া ৯টার দিকে। রাজধানীর আবদুল্লাহপুরে বাসে আগুন দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন এক ব্যক্তি। র্যাব-১-এর সদস্যরা ওই ব্যক্তিকে নিশ্চিত ও আটকের খবর জানিয়েছে৷
র্যাব বলছে, বাসে আগুন দেওয়ার সময় হাতেনাতে ধরা পড়া ব্যক্তি হলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক মামুন মজুমদার (৩৫)।
বিএনপির ডাকা চতুর্থ দফার অবরোধের দ্বিতীয় দিন আজ।
সব মিলিয়ে ঢাকাসহ সারা দেশে গত ২৮ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত মোট ৯৫টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে এ তথ্য জানা গেছে। আমাদের কাগজ/এমটি