নিজস্ব প্রতিবেদক
বর্তমান সরকারের জন্য বিরোধী দল ও দ্রব্যমুলের দাম বাড়ানোর সিন্ডিকেটকে প্রতিপক্ষ মনে করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
সরকারের প্রতিপক্ষ সিন্ডিকেট নাকি বিরোধী দল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দুইটা দুই ধরনের বিষয়। বিরোধীদলের ব্যাপারটা হলো রাজনৈতিক, আর এখানে অর্থনৈতিক। দুইটা তো ধরনের সংকট। এখন এখানে বিরোধীদল সহিংসতা করবে, সংঘাত করবে, আগুন সন্ত্রাস করবে সেটা একধরনের বিষয়। সেটা যেমন আমাদের প্রতিপক্ষ, দ্রব্যমূল্যের ব্যাপারে সেটাও আমাদের একধরনের প্রতিপক্ষ। দুই প্রতিপক্ষকেই মোকাবেলা করতে হবে।
১৪ দলীয় জোটের ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদকের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, তিনি নির্বাচনে জেতেননি তো... জিতলে বোধ হয় এই কথা বলতেন না।
টিআইবি বলছে, এশিয়ার মধ্যে দুর্নীতিতে বাংলাদেশ চার নাম্বারে আছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, টিআইবি তো বিএনপির দালাল, বিএনপি যা বলে টিআইবিও তা বলে।
টিআই -এর দুর্নীতির ধারণা সূচকে নিচের দিক থেকে দুই ধাপ পিছিয়ে বাংলাদেশ ১০ নাম্বারে। এর মানে তো দুর্নীতি বেড়েছে এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এইসব প্রতিষ্ঠানের কিছু রাজনৈতিক ইন্টারেস্ট আছে। বিশ্বজুড়ে ক্ষমতার যে দ্বন্দ্ব সেখানে অবস্থানগত ভাবে কোন কোন জোট বা দেশ তাদের স্বার্থ সংরক্ষণের পাহারাদার এসব প্রতিষ্ঠান। ওখানে এটা কারো স্বার্থ সংরক্ষণের জন্য এসব কমেন্ট করা হয়। এসব অপবাদ দেয়া হয়। এটা অতীতেও দেয়া হয়েছে। আমরা এগুলোর পরোয়া করি না। আমরা আমাদের কাজ জনস্বার্থে করে যাচ্ছি। দুর্নীতি, কোরাপশন ইজ ওয়ে অফ লাইফ এক্রোস দ্যা ওয়ার্ল্ড নাও। এটা বাংলাদেশের ব্যাপার নয়, সারা বিশ্বেই আছে কম-বেশি। কিন্তু যেভাবে অপবাদ টা বাংলাদেশ নিয়ে দেয়া হয় এটা মোটেও সত্য নয়।
মন্ত্রীসভার কলেবর বড় হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা বাড়তে পারে একটু। কারণ এখানে রিজার্ভ সিটগুলো, মহিলাদের জন্য সংরক্ষিত যে আসন সে আসনে নির্বাচন শেষ হলে সেখান থেকেও যুক্ত হতে পারে। এর সঙ্গে যদি আরও প্রাইম মিনিস্টার ইচ্ছা করেন তিনি যুক্ত করতে পারেন।
এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল শামীম, উপ দপ্তর সায়েম খান প্রমুখ।