সারাদেশ ১৯ অক্টোবর, ২০২২ ১০:১০

ছেলের কারণে জেলে বাবা

নাটোরে এক কিশোরীকে অপহরণ করেছেন ছেলের মো. রাব্বি (২৩) ও তার সহযোগীরা। ছেলের এ কাজের জন্য জেলে গেল বাবা। বুধবার র‌্যাবের নাটোর ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে নাটোর থানা পুলিশের কাছে সোপর্দ করে। পরে পুলিশ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে।

নাটোর র‌্যাব অফিসের কোম্পানি কমান্ডার এএসপি ফরহাদ হোসেন এবং সদর থানার ওসি নাছিম আহম্মেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

নাটোর র‌্যাব অফিসের কোম্পানি কমান্ডার এএসপি ফরহাদ হোসেন জানান, গত ৪ সেপ্টেম্বর দুপুরে নাটোর সদর থানার ছাতনী ইউনিয়নের তেলকুপি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে কিশোরীকে অপহরণ করে ঢাকায় নিয়ে যায় আটক মোকলেছুর রহমানের ছেলে মো. রাব্বি (২৩) ও তার সহযোগীরা। পরের দিন ৬ সেপ্টেম্বর মোকলেছুর রহমান মোল্লা একটি স্ট্যাম্প পেপারে ভিকটিমের স্বাক্ষর নিয়ে ভিকটিমকে জানায় তার ছেলে মো. রাব্বির সঙ্গে ভিকটিমের বিয়ে হয়েছে।

এদিকে ভিকটিমের মা যোগাযোগ করে ভিকটিমকে ফেরত দেওয়ার অনুরোধ করলেও তারা ভিকটিমকে ফেরত দেননি। পরে ওই ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে নাটোর থানায় অপহরণ মামলা দায়ের করেন। ১৮ অক্টোবর রাতে ভিকটিমকে উদ্ধার ও মোকলেছুর রহমানকে গ্রেফতার করে সদর থানায় হস্তান্তর করে র‌্যাব।

মোকলেছুর রহমান একই এলাকার চর লক্ষীকোল গ্রামের আব্দুল মজিদ মোল্লার ছেলে।

নাটোর সদর থানার ওসি নাছিম আহম্মেদ জানান, বুধবার দুপুরে আটক মোকলেছুর রহমান মোল্লাকে আদালতে পাঠালে বিচারক তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।