আমাদের কাগজ ডেস্কঃ সুনামগঞ্জের ছাতক উপজেলাছ জামাইয়ের দায়ের কোপে মকবুল আলী নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় সেলিম উদ্দিন ও তার ভাই আইন উদ্দিনকে আটক করে পুলিশ। তথ্য মতে, সেলিম উদ্দিন পেশায় একজন সিএন অটোরিকশাচালক। তার গ্রামের বাড়ি ইউনিয়নের সাউদপুরে। রোববার (১৬ এপ্রিল) জেলার সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রনজয় চন্দ্র মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার (১৫ এপ্রিল) রাত ১০টায় ওই এলাকায় জামাই সেলিম উদ্দিনের ভাড়াটে বাসায় এ ঘটনা ঘটে।
জানা যয়, শনিবার (১৫ এপ্রিল) রাতে শ্বশুর মকবুল আলী ওই বাসায় আসেন। পরে একই দিন রাত ১০টায় পারিবারিক কোনো একটি বিষয় নিয়ে মকবুল আলীর সঙ্গে সেলিমের ঝগড়া শুরু হয়। একপর্যায়ে সেলিম ধারালো দা দিয়ে কুপিয়ে মকবুলকে জখম করে।
পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়রা সেলিম উদ্দিন ও তার ভাই আইন উদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
পুলিশ সুপার (ছাতক সার্কেল) রনজয় চন্দ্র মল্লিক বলেন, শনিবার রাতে এ ঘটনা ঘটে। আটককৃত সেলিম উদ্দিনও গুরুতর আহত। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমাদের কাগজ/এমটি