সারাদেশ ১৯ এপ্রিল, ২০২৩ ১১:১৭

কালিহাতীতে ট্রেনে কাটা প‌ড়ে মা ও মে‌য়েসহ চারজন নিহত

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাই‌লের কা‌লিহাতীর কামাঙ্খা‌মোড় এলাকায় ট্রেনে কাটা প‌ড়ে মা ও মে‌য়েসহ চারজন নিহত। বুধবার ১৯ এ‌প্রিল ভোর সা‌ড়ে ৫টার দি‌কে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়‌কের পা‌শেই উপ‌জেলার সল্লা ইউ‌নিয়‌নের কামাঙ্খা‌মোড় এলাকায় এই ঘটনা ঘ‌টে। 

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপপ‌রিদর্শক (এসআই ) নাজমুল জানান, ভোরে নিহত চারজন নারী রেললাই‌নের উপর দি‌য়ে হে‌টে যা‌চ্ছিল। এসময় একতা এক‌প্রেস ট্রেনে কাটা প‌ড়ে ওই চারজন নিহত হয়। মর‌দেহ উদ্ধা‌রে পু‌লিশ কাজ কর‌ছে। এখনো তা‌দের প‌রিচয় পাওয়া যায়‌নি। 

আমাদেরকাগজ / এইচকে