সারাদেশ ৯ মে, ২০২৩ ০৪:৩৭

রাজধানীর কলাবাগান থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: রাজধানীর কলাবাগান থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির এক সংবাদকর্মীর মরদেহ উদ্ধার হয়েছে। এ সময় লেক সার্কাস রোডের বাসাটির ছাদের একটি চিলে কোঠা থেকে কুদরত-ই খুদা হৃদয় নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) জাফর আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার দুপুরে ওই বাসা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে মরদেহ।

জানা যায়, নিহত কুদরত-ই খুদা টেলিভিশনটির মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে কাজ করতেন।

এই ঘটনায় নিহতের এক বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান জাফর আহমেদ।

আমাদের কাগজ/এমটি