সারাদেশ ১২ মে, ২০২৩ ১২:১০

অজ্ঞান পার্টির খপ্পরে বাবার মৃত্যু, পরীক্ষা কেন্দ্রে ছেলে 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: বরিশালে মাছ কিনে বাড়ি ফিরার পথে লোকাল বাসে অজ্ঞান পার্টির খপ্পরে বাবা সুনীল সমদ্দার (৫২)। পরে লোকাল বাসটি গৈলার রথখোলা বাসস্ট্যান্ডে পৌঁছলে মাছ ব্যবসায়ী সুনীল সমদ্দার গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এ সময় স্থানীয়রা ওই ব্যবসায়ীকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। বরিশাল শেবাচিম হাসপাতালে তাকে পাঠানো হয়। সুনীলকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এর আগে, বুধবার (১০ মে) সন্ধ্যায় উপজেলার পয়সারহাটগামী একটি লোকাল বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন ওই ব্যবসায়ী। সুনীল সমদ্দার উপজেলার গৈলা গ্রামের মৃত রাম সমদ্দারের ছেলে। তিনি স্থানীয় গৈলা বাজারে মাছের ব্যবসা করেন।

এদিকে অজ্ঞান পার্টির খপ্পরে পরে ব্যবসায়ী বাবার মৃত্যুর পরেও এসএসসি পরীক্ষায় বসেছে ছেলে উজ্জল সমদ্দার। ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামে। জানা গেছে, বুধবার সন্ধ্যায় উপজেলার গৈলা গ্রামের মাছ ব্যবসায়ী সুনীল সমদ্দার বরিশাল থেকে এক লাখ ৬০ হাজার টাকার ইলিশ মাছ কিনে বাসে বাড়ি ফিরছিলেন। ওই গাড়িতেই তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়লে সর্বস্ব লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। 

আমাদের কাগজ/এমটি