সারাদেশ ২১ মে, ২০২৩ ০১:৪২

মেয়ে পরীক্ষার্থী, কেন্দ্রে দায়িত্বে বাবা অতঃপর...

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: নড়াইলে নিয়ম ভেঙে এসএসসির পরীক্ষাকেন্দ্রে হল সুপারের দায়িত্ব পালন করার ঘটনায় একজনকে বহিষ্কার করা হয়েছে। তবে অভিযুক্ত শরিফুলের মেয়ে যে এবারের (২০২৩) এসএসসি পরীক্ষার্থী সেটা জানতেন না বলে উড়িয়ে দিলেন কেন্দ্র সচিব নাসির উদ্দিন।

আজ রোববার কেন্দ্র সচিব নাসির উদ্দিন নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।

বহিষ্কার হওয়া ব্যক্তির নাম মো. শরিফুল ইসলাম। তিনি নড়াইল সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্রে হল সুপারের দায়িত্বে ছিলেন।

নাসির উদ্দিন জানান, শরিফুলের মেয়ে এসএসসি পরীক্ষা দিচ্ছে সেটি জানতাম না। সংবাদকর্মীদের মাধ্যমে জেনে তাকে বরখাস্ত করা হয়েছে। মেয়ের পরীক্ষার তথ্য গোপন করে শরিফুল কেন্দ্রে দায়িত্ব পালন করে গুরুতর অপরাধ করেছেন। এ কারণে তাকে পরীক্ষার সব দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।

সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম সুলতান মাহমুদ জানান, শরিফুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

আমাদের কাগজ/এমটি