সারাদেশ ২৭ মে, ২০২৩ ০৪:৩২

পাচারকারীর লুঙ্গির ভেতর মিলল আমেরিকান পিস্তল

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় একটি আমেরিকান পিস্তলসহ  মো. কমল (৩৮) নামের এক যুবকে গ্রেপ্তার করেছে বিজিবি। এ সময় সাত রাউন্ড গুলি ও দু’টি ম্যাগজিন পাওয়া যায়।  

আজ শনিবার সকালে বিজিবি ৫৯ (রহনপুর) ব্যাটালিয়ন সদর দপ্তরে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, শুক্রবার (২৬ মে) রাত সাড়ে ১০টায় শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ী টোল প্লাজা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি রাজশাহীর বোয়ালিয়া থানার হেতাংকা ছোট মসজিদ গ্রামের মৃত আলী হোসেনের ছেলে।

প্রেস ব্রিফিংয়ে বিজিবি জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, ভারত থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত দিয়ে চোরাকারবারীরা অস্ত্র নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে গমন করবে। পরে এমন খবরের প্রেক্ষিতে ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল কয়লাবাড়ী টোল প্লাজায় অবস্থান নেয়। এ সময় একটি সিএনজি তল্লাশি করে গ্রেপ্তারকৃত কমলের কোমর থেকে লুঙ্গির মধ্যে লুকিয়ে রাখা আমেরিকায় তৈরি ৭.৬৫ মি.মি. পিস্তল, সাত রাউন্ড গুলি ও দু’টি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।

কর্নেল গোলাম কিবরিয়া জানান, শুক্রবার রাতে অভিযানে নেতৃত্ব দেন ৫৯ (রহনপুর) বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। 

তিনি জানান, গ্রেপ্তারকৃত পাচারকারক ও অস্ত্র-গোলাবারুদ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

আমাদের কাগজ/এমটি