সারাদেশ ২৯ মে, ২০২৩ ০১:৪১

বাসের ধাক্কায় কলেজছাত্র নিহত

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া ডুলাহাজারা কলেজ গেট এলাকায় মারসা পরিবহনের ধাক্কায় এক কলেজছাত্র নিহত হয়েছে। নিহতের নাম, মো. রাকিব। সোমবার দুপুরে মালুমঘাট হাইওয়ে থানার পরিদর্শক মাকসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (২৮ মে) রাত সোয়া ১টায় চট্টগ্রামের পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত ব্যক্তি উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বালুচর গ্রামের মো. মনছুর আলমের ছেলে। তিনি ডুলাহাজারা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

নিহতের পরিবারের জানায়, রোববার দুপুর দেড়টার দিকে কলেজ গেট এলাকায় মারসা পরিবহনের একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী কলেজছাত্র রাকিব। পরে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রামের পার্ক ভিউ হাসপাতালে ভর্তি করেন। রাত সোয়া ১টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, মারসা বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এব্যাপারে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।

আমাদের কাগজ/এমটি