সারাদেশ ৩০ মে, ২০২৩ ১১:৩৩

মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে এসএসসি পরীক্ষার্থী নিহত 

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

আমাদের কাগজ ডেস্ক: ভোলাতে ট্রলি ও মোটরসাকেল সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। তার নাম, আহসানুল হক প্রভাত (১৫)। গত সোমবার (২৯ মে) সন্ধ্যার দিকে লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের কিশোরগঞ্জ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রভাত কিশোরগঞ্জ গ্রামের মৃধাবাড়ীর মনিরুল হক মিঠুর ছেলে। সে লালমোহন মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল।

স্থানীয়রা জানান, একটি দ্রুতগামী মালবাহী ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এতে সে মাথায় প্রচণ্ড আঘাত পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

পরিবারের লোকজন জানায়, বিকেলের দিকে বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে বের হয় প্রভাত। সন্ধ্যার দিকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে এমন কান্ড ঘটে। 

লালমোহন থানার পরিদর্শক (তদন্ত) এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

আমাদেরকাগজ/এমটি