সারাদেশ ১৯ জুন, ২০২৩ ০৭:৩৫

নাদিম স্ত্রী: দেখা করতে চান প্রধানমন্ত্রীর সঙ্গে

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক : জামালপুরের আততায়ীর হাতে নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চেয়েছেন। আজ সোমবার দুপুরে জামালপুর প্রেস ক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক নাদিম স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলে জানান তিনি। 

এর আগে বুধবার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ পৌরসভার কলেজ মোড় এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন গোলাম রব্বানী নাদিম। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মনিরা বেগম বলেন, আমি একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধার সন্তান। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। প্রধানমন্ত্রীর কাছে আমার স্বামী সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার বিচার চাই। আমার স্বামীকে যারা হত্যা করল, আমি তাদের দ্রুত বিচার চাই। এই বিচারকাজ শেষ না হওয়ার পর্যন্ত সব সাংবাদিকদের পাশে থাকার অনুরোধ করছি।

জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে সাংবাদিক নাদিমের শোকসভা ও দোয়া মাহফিলে জেলায় কর্মরত সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী-সন্তান এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে ১০ থেকে ১২ জন নাদিমের ওপর হামলা করে তারই সহচর-রা। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নাদিমের। এই মামলার অনেকেই এখনও পলাতক আছে। 

আমাদেরকাগজ/এমটি