সারাদেশ ২০ জুন, ২০২৩ ১১:৩০

মারপিট ও ভয় দখিয়ে কিশোরকে বলাৎকারের অভিযোগ

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: নাটোরের গুরুদাসপুর উপজেলায় এক কিশোরকে বেধড়ক মারপিট ও ভয় দখিয়ে বলাৎকারের অভিযোগ উঠেছে। এসময় ৪ জনকে আসামি করে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা বলাৎকারের কথা স্বীকার করেছে।

আজ মঙ্গলবার গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (১৯ জুন) দুপুরে উপজেলার পৌর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, গুরুদাসপুর পৌর এলাকার মুনছের মোল্লার ছেলে রাসেল হোসেন, মনিরুল ইসলামের ছেলে রবিন, রঞ্জন শাহের ছেলে মেহেদি হাসান ও টুকু মিয়ার ছেলে রবিন হোসেন।

স্থানীয়রা জানান, গ্রেপ্তারকৃতরা রোববার (১৮ জুন) সন্ধ্যায় এক কিশোরকে কৌশলে পার্শ্ববর্তী খামারনাচকৈড় খোয়ারপাড়া গ্রামের পাটখেতে নিয়ে যায়। পরে সেখানে কিশোরকে মারপিট ও ভয়ভীতি দেখিয়ে বলাৎকার ও ভিডিও ধারণ করে। 

এ সময় ভুক্তভোগী কিশোরের চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা ভুক্তভোগী কিশোরকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান জানান, এ ঘটনায় ভুক্তভোগী কিশোরের মা বাদী হয়ে চারজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। এরপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা বলাৎকারের কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদেরকাগজ/এমটি