সারাদেশ ২২ জুন, ২০২৩ ১১:১০

প্রেম অত:পর বিয়ে, বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল যুবকের  

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নে প্রেমের বিয়ে বিচ্ছেদে রুপ নিলে এতে দুধ দিয়ে গোসল করেছেন এক যুবক। তার নাম, মো. মিজান মোল্যা (২৪)। এর আগে,  ৯ মাস তার  স্ত্রীকে নিয়ে সংসার করেন বলে জানা যায়। আজ বৃহস্পতিবার স্থানীয় ইউপি সদস্য বাবর আলী এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (২১ জুন) বিকেলে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের রুদ্রবানা গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনা সূত্রে জানা যায়, মিজান আত্মীয় মুসা মোল্যার মেয়ে নূরজাহান আক্তারকে প্রায় ৯ মাস আগে বিয়ে করেন। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। পারিবারিক কলহের জেরে তাদের বিচ্ছেদ হয়।

স্থানীয়রা জানান, ২ মাস আগে স্ত্রী নূরজাহান নারী ও শিশু আদালতে নির্যাতন ও যৌতুকের মামলা দায়ের করেন। পরে মিজান বিচ্ছেদের একটি মামলা করেন। আদালত পাল্টাপাল্টি মামলার বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সালিসের মাধ্যমে সমাধানের আদেশ দেন।

স্থানীয়রা আরও জানান, বুধবার দুপুরে স্থানীয় ইউপি সদস্য মো. বাবর আলীর বাড়িতে দুই পক্ষের উপস্থিতিতে বিচ্ছেদের মধ্যে দিয়ে মামলার নিষ্পত্তি হয়। মামলা নিষ্পত্তিতে মিজান খুশি হয়ে আধা মণ দুধ দিয়ে গোসল করেন।

মিজান মোল্যা জানান, বিয়ের প্রায় তিন মাস পর থেকে সংসারে অশান্তি শুরু হয়। নূরজাহান আমার নামে আদালতে মামলা দায়ের করেন। মামলার একপর্যায়ে আমি নিয়ত করি স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হলে আধা মণ দুধ দিয়ে গোসল করব।

স্থানীয় ইউপি সদস্য বাবর আলী জানান, স্বামী-স্ত্রী দুজই আদালতে মামলা করেন। পরে নারী ও শিশু আদালত থেকে ইউনিয়ন পরিষদে সালিশের মাধ্যমে সমস্যা সমাধানের নির্দেশ দেওয়া হয়। ছেলের বাবা ও মেয়ের বাবা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই। বিয়ের আগে প্রেমের সম্পর্ক ছিল তাদের। তারা পালিয়ে বিয়ে করেন। পরে দুই পরিবার তাদের বিয়ের বিষয়টি মেনে নেয়।

তিনি আরও জানান, সংসার শুরুর পর থেকেই নাকি স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ শুরু হয়। বুধবার দুপুরে দুই পক্ষের সম্মতিতে ও সবার উপস্থিতিতে তাদের খোলা তালাক হয়। বৃহস্পতিবার (২২ জুন) আমরা খোলা তালাকের কপি আদালতে জমা দেব।

উল্লেখ্য, রুদ্রবানা পশ্চিম পাড়া এলাকার ইলিয়াস মোল্যার ছেলে মো. মিজান মোল্যা। 

আমাদেরকাগজ/এমটি