সারাদেশ ২২ জুন, ২০২৩ ০৩:১৮

ভিক্ষার কথা বলে ঘরে প্রবেশ অত:পর গৃহবধূকে ধর্ষণচেষ্টা

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ভিক্ষা করতে গিয়ে ঘরে ঢুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত বেক্তির নাম ইব্রাহীম (৩২)।আজ বৃহস্পতিবার কিশোরগঞ্জ থানার ওসি রাজীব কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (২১ জুন) বিকেলে বড়ভিটা ময়দানপাড়া গ্রামের এ ঘটনা ঘটে।

জানা যায়, গৃহবধূকে ধর্ষণচেষ্টার দায়ে ওই যুবককে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। আটক যুবক রংপুরের গঙ্গাচড়া উপজেলার উত্তর খলেয়া গ্রামের মৃত আবের উদ্দিনের ছেলে। 

স্থানীয়রা জানান, বুধবার(২২ জুন) বিকেলে ভিক্ষা করতে ইব্রাহীম বড়ভিটা ময়দানের পাশে মন্দির সংলগ্ন বাড়িতে যায়। এ সময় ভিক্ষা দেওয়ার সময় বাড়িতে আর কেউ আছে কিনা ভুক্তভোগী গৃহবধূর কাছে জানতে চায়। পরে ধর্ষণের উদ্দেশ্যে গৃহবধূকে টানাহেঁচড়া করে ঘরে নিয়ে যায়। এ সময় গৃহবধূর চিৎকারে স্থানীয়রা ইব্রাহীমকে আটক করে গণপিটুনি দেন। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগী জানান, মনসা পূজার কথা বলে আটককৃত ব্যক্তি ভিক্ষা চায়। এ সময় বাড়িতে আমাকে একাকী পেয়ে এ ঘটনা ঘটায়। আমি থানায় অভিযোগ দিয়েছি। তার দৃষ্টান্তমূলক বিচার চাই।

ওসি রাজীব কুমার রায় জানান, বুধবার বিকেলে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবককে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদেরকাগজ/এমটি