সারাদেশ ২৫ জুলাই, ২০২৩ ১১:০১

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবার চালান, আটক ২ 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: ঝিনাইদহ শহরের এইচএসএস সড়কে এ-জে আর কুরিয়ার সার্ভিসে মাধ্যমে ইয়াবার চালানের অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে সোমবার বিকেলে এ-জে আর কুরিয়ার সার্ভিস থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন, ঝিনাইদহ সদর উপজেলার হাজরাতলা গ্রামের কদু মণ্ডলের ছেলে বিপ্লব হোসেন (২৬) ও একই এলাকার মল্লিক মণ্ডলের ছেলে পলাশ হোসেন (১৮)। তারা কক্সবাজার থেকে পার্সেলে করে ইয়াবার চালান ঝিনাইদহে নিয়ে আসে।

ওসি শাহীন উদ্দীন জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ওই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবার একটি বড় চালান ঝিনাইদহে আসছে। পরে সোমবার বিকেলে ওই কুরিয়ার সার্ভিসের অফিসে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাল খালাসের সময় হাতেনাতে দুই মাদক কারবারিকে আটক করা হয়। পরে একটি কার্টুনের মধ্যে মোড়ানো ১ হাজার ৮০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।


আমাদেরকাগজ/এমটি