সারাদেশ ৭ সেপ্টেম্বর, ২০২৩ ০২:০৫

পাবনায় সড়ক দুর্ঘটনায় সদ্য বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীসহ নিহত ২

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক : পাবনা সদর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা ভয়াবহ সংঘর্ষ। এতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুজন নিহতের খবর পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন। আজ (বৃহস্পতিবার) পাকশী হাইয়ে থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, আজ ( বৃহস্পতিবার) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার পাবনা-ঈশ্বরদী মহাসড়কের টেবুনিয়া কৃষি ফার্মের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, পাবনার সুজানগর উপজেলার জুনা রামচন্দ্রপুর এলাকার মো. কামরুজ্জামানের ছেলে রিফাত আল সিফাত (২১)। 

জানা যায়, সিফাত চলতি বছরে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় রাজশাহী, খুলনা ও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়সহ একাধিক বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় ছিলেন। গত বছর খুলনা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হয়েছিল। অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি।

এসআই জাহাঙ্গীর হোসেন জানান, আজ (বৃহস্পতিবার) সিএনজিচালিত অটোরিকশা করে তিনজন ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। এ সময় একটি যাত্রীবাহী বাস পাবনার দিকে যাচ্ছিল। পরে ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত ব্যক্তিদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা। তিনি বলেন, ঘতক বাসটি জব্দ করা হয়েছে তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।

আমাদেরকাগজ/এমটি