সারাদেশ ১৮ সেপ্টেম্বর, ২০২৩ ০১:৪৩

রাজধানীতে লাইটার চাওয়াকে কেন্দ্র করে এক তরুণকে ছুরিকাঘাত 

প্রতীক ছবি

প্রতীক ছবি

আমাদের কাগজ ডেস্ক : রাজধানীর মালিবাগ এলাকায় পূর্বশত্রুতার জেরে এক তরুণকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এর আগে কয়েকজনকে সঙ্গে নিয়ে এসে ভুক্তভোগী মনজুরুল ইসলাম (১৮) কে  ছুরিকাঘাত করেন তানভীর নামের আরেক তরুণ। 

গতকাল (রোববার) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গুলবাগ রেললাইনের পাশে এ ঘটনা ঘটে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মনজুরুল ইসলামকে হাসপাতালে নিয়ে আসা তাঁর বন্ধুরা জানান, ‘সন্ধ্যায় রেললাইনের পাশে আমরা বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিলাম। এসময় তানভীর নামের এক যুবক মনজুরুলের কাছে লাইটার চাওয়াতে ঘটনার সূত্রপাত হয়। এদিন একই সময় লাইটার চাওটাকে কেন্দ্র করা তাদের মধ্যে ব্যাপক বাগ্‌বিতণ্ডা হয়। 

প্রত্যক্ষদর্শীরা আরও বলেন, কথা কাটাকাটির একপর্যায়ে তানভীরকে থাপ্পড় দেন মনজুরুল। এর ঘণ্টাখানেক পরে তানভীর কয়েকজনকে সঙ্গে নিয়ে এসে মনজুরুলকে ছুরিকাঘাত করেন।’

মনজুরুল একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রয়কর্মী। তাঁর বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায়। 

আমাদেরকাগজ/এমটি