সারাদেশ ২০ মে, ২০২৪ ০৯:০৯

বিছানায় স্ত্রীর নিথর দেহ, ফ্যানে ঝুলছিল স্বামী

নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ায় ভাড়া বাসার কক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় স্বামীর মরদেহ আর বিছানার ওপরে স্ত্রীর নিথর দেহ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন।

সোমবার (২০ মে) বিকেলে আশুলিয়ার ইউসুফ মার্কেট এলাকার ফজলুল করিমের মালিকানাধীন টিনশেড ভাড়া বাড়ির একটি কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের জেরেই স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছে।

নিহত রুহুল আমিন হাওলাদার পটুয়াখালী জেলার সদর থানার কুড়িপাইকা গ্রামের মৃত হাকিম আলী হাওলাদারের ছেলে এবং মনি বেগম বরগুনা জেলার আমতলী থানার দক্ষিণ রাওগা গ্রামের সোবহান মৃধার মেয়ে। আশুলিয়ার ইউসুফ মার্কেট এলাকার স্থানীয় একটি মার্কেটে নিহত রুহুল আমিন কাপড়ের দোকানে ব্যবসা করতেন এবং তার স্ত্রী ছিলেন গৃহিণী।

নিহতদের প্রতিবেশী ও স্থানীয়রা জানায়, প্রায় দেড় মাস আগে কাপড়ের দোকানি রুহুল আমিন ও তার স্ত্রী মনি বেগম দম্পতি এই বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। রোববার (১৯ মে) রাতে বারান্দার ভিতর থেকে তালাবন্ধ করে তারা দুজন ঘুমিয়ে যায়। কিন্তু সোমবার দুপুরেও তারা না উঠলে প্রতিবেশীদের সন্দেহ হয়। অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে জানালা দিয়ে স্বামী রুহলকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এবং তার স্ত্রী মনির নিথর দেহ বিছানায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন জানান, প্রাথমিক ভাবে পারিবারিক কলহের জেরেই স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আমাদের কাগজ/টিআর