তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
পূর্বশত্রুতার জেরে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে কর্মরত মো. মজিবর রহমান নামে এক প্রকৌশলীর বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। সে সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার মালশীন গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে। গত সোমবার রাতে প্রকৌশলীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, রাতেই পুলিশ পাঠিয়ে তাদের উদ্ধার করে থানায় আনা হয়।
এদিকে হামলার ঘটনায় গতকাল মঙ্গলবার তাড়াশ থানায় বাদী হয়ে মামলা করেছেন প্রকৌশলী মো. মজিবর রহমানের বাবা মো. ইসমাইল হোসেন (৭৪)।
ভুক্তভোগী পরিবারের সদস্যদের জবানবন্দি ও থানার অভিযোগ সূত্রে জানা গেছে, মালশীন গ্রামের মৃত খন্দকার মোফাজ্জল হোসেনের ছেলে খন্দকার জহির রায়হানসহ আরও বেশ কয়েকজন প্রকৌশলী মো. মজিবর রহমানের পরিবারের ক্ষতি করার উদ্দেশ্যে রাত ১০ টার দিকে বাড়ির চারপাশ ঘিরে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। প্রকৌশলী মো. মজিবর রহমানের বাবা মো. ইসমাইল হোসেন বাড়ির দরজা খুলে বেড় হন ও গালমন্দ করতে নিষেধ করেন। তখন সবাই মারমুখী আচরণ করতে থাকেন। একপর্যায়ে আমার ছেলে প্রকৌশলী মো. মজিবর রহমান ও তার স্ত্রী মোছা. শিউলী খাতুনকে অতর্কিত হামলা করেন। আমার পুত্রবধূর জন্য যা শ্লীলতাহানির সামিল।
অপরদিকে প্রকৌশলী মো. মজিবর রহমান বলেন, পূর্ব শত্রুতার জের ধরে আমাকে মারপিট করা হয়েছে। আমার স্ত্রীর শ্লীলতাহানি করা হয়েছে। আমার দুই বছর বয়সী শিশু সন্তান মো. ওয়ালিদ ভয়ে আতঙ্কিত। আমি এ সবের সঠিক বিচার দাবি করছি।
অভিযুক্ত খন্দকার জহির রায়হান বলেন, আমার বিরুদ্ধে মিথ্যে মামলা করা হয়েছে।
এ প্রসঙ্গে তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।