নিজস্ব প্রতিবেদক
তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে খিলগাঁও ও গাজীপুরে পৃথক অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে খিলগাঁওয়ের নন্দীপাড়া গোলাবাড়ী ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে প্রায় ৪০টি বাড়ির ১২০টি অবৈধ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে ২ হাজার ৫২০ সিএফটি অবৈধ গ্যাসের ব্যবহার বন্ধ করা হয়েছে। এসময় ৪টি ডাবল বার্নারের চুলাও জব্দ করা হয়।
এছাড়া দুইটি ওয়াশিং প্লান্টে অবৈধভাবে গ্যাস ব্যবহার পরিলক্ষিত হওয়ায় ১ ইঞ্চির সার্ভিসটি ডাউন দিয়ে সংযোগ দুটি কিল করা হয়। এতে ঘণ্টা প্রতি ১২০০ সিএফটি অবৈধ গ্যাস ব্যবহার বন্ধ করা সম্ভব হয়েছে। অভিযানে ২০০ ফুট পাইপ জব্দ করা হয়।
এছাড়াও আবাসিক শ্রেণির একজন অবৈধ গ্রাহককে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
আরেক অভিযানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে গাজীপুরের কালিয়াকৈরের হিজলতলী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে ২টি স্পটের মোট ৫০টি আধাপাকা বাড়ি ও ২টি ভবনের অবৈধ গ্যাস পাইপলাইন বিচ্ছিন্নসহ হাউজলাইন অপসারণ করা হয় ও অবৈধ সরঞ্জাম জব্দ করা হয়। এতে মোট ৪৬টি অবৈধ চুলার বিপরীতে ঘণ্টাপ্রতি ৯৬৬ ঘনফুট সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন হয়েছে।
এসময় ৩ থেকে ৪ ইঞ্চি ব্যাসের ১৭০ ফুট পাইপলাইন ও ১ ইঞ্চি ব্যাসের ১০ ফুট পাইপলাইন অপসারণপূর্বক জব্দ করা হয়।
অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় মোবাইল কোর্টের মাধ্যমে মোট ৪টি মামলায় মোট ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।