বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ২৩ আগস্ট, ২০১৯ ১১:০৫

অ্যান্ড্রয়েডের মিষ্টি গেলো বলে!

ডেস্ক রিপোর্ট।।

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণের নাম রাখার ক্ষেত্রে ইংরেজি অক্ষরের ক্রম অবলম্বন করে তা দিয়ে মিষ্টির নাম রাখার চল ছিল। এবারে অ্যান্ড্রয়েড কিউ অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে সে ধারা ভেঙে ফেলল গুগল। অ্যান্ড্রয়েড কিউ অপারেটিং সিস্টেমকে বলা হয়ে ‘অ্যান্ড্রয়েড ১০’ বা ‘অ্যান্ড্রয়েড টেন’।

বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, ২০০৯ সাল থেকে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মজার নামকরণ শুরু করে গুগল। ওই ধারা অনুযায়ী নতুন সংস্করণটির নাম এত দিন ‘কিউ’ বলা হচ্ছিল। গুগল বলছে, তারা ওই নাম রাখার ধারা বদলে ফেলছে। কারণ, এতে গ্রাহকদের হালনাগাদ সংস্করণটির নাম মনে রাখতে কষ্ট হয়।

চলতি বছরের শেষদিকে অ্যান্ড্রয়েড টেন অপারেটিং সিস্টেমটি উন্মুক্ত করা হয়। এর আগের ৯টি অপারেটিং সিস্টেমের নাম হলো আলফা, বিটা, কাপকেক, ডোনাট, এক্লেয়ার, ফ্রয়ো, জিঞ্জারব্রেড, হানিকম্ব, আইসক্রিম স্যান্ডউইচ, জেলিবিন, কিটক্যাট, ললিপপ, মার্শমেলো, নোগাট, ওরিও, অ্যান্ড্রয়েড পাই।