বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ১০ ডিসেম্বর, ২০২০ ০৯:৪৩

‘মডিউলার’ ক্যামেরা ফোন আনবে অপো

টেক ডেস্ক

নতুন এক প্রযুক্তির ফোন নিয়ে আসছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান অপো। সম্প্রতি বিচ্ছিন করা যাবে এমন ক্যামেরার নতুন স্মার্টফোনের পেটেন্টও করেছে প্রতিষ্ঠানটি। যে ফোনে গ্রাহক চাইলেই যে কোনো সময় ফোনের ক্যামেরা মডিউলটি আলাদা করে আবার জোড়া লাগাতে পারবেন।

ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অর্গানাইজেশনে এই পেটেন্ট করেছে গুয়াংডং অপো মোবাইল টেলিকমিউনিকেশনস।

আয়তাকার ক্যামেরা মডিউলটি যেকোনো সময় খুলে ইউএসবি-সি কানেক্টরের মাধ্যমে যুক্ত করে সেলফি তোলা যাবে। পেটেন্টে দেখা গেছে, ক্যামেরা মডিউলটিতে গোলাকার নকশায় দুইটি ক্যামেরা সেন্সর এবং একটি কাটা অংশ রয়েছে। এই অংশে একটি এলইডি ফ্ল্যাশ বসানো যাবে বলেও ধারণা করা হচ্ছে। প্রতিবেদন সিনেটের।

ইউএসবি টাইপ-সি কানেক্টরের সঙ্গে আসবে ক্যামেরা মডিউলটি এবং এটি ৯০ ডিগ্রি ও ১৮০ ডিগ্রি কোণে বাঁকানো যাবে। ক্যামেরা মডিউলের মাদারবোর্ডে রিমোট সংযোগের জন্য ওয়াই-ফাই, ব্লুটুথ এবং এনএফসি থাকবে। বাড়তি একটি রিচার্জএবল লিথিয়াম ব্যাটারিও থাকবে এতে।