বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ১৬ সেপ্টেম্বর, ২০১৯ ০১:৩৬

হ্যাক হলো অর্থমন্ত্রীর ফেসবুক আইডি!

ইমরান রহমান।।

বাংলাদেশে বিভিন্ন সময়ে তারকা, সেলিব্রেটি, রাজনীতিবিদ, সাংবাদিকদের ফেসবুক আইডি হ্যাকের ঘটনা ঘটতে দেখা গেছে। কিন্তু এবার স্বয়ং অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ভেরিফায়েড ফেসবুক আইডি হ্যাক হলো।

তাই এটি থেকে যদি কোনো অনাকাঙ্খিত পোস্ট, রিকোয়েষ্ট বা বার্তা কারো কাছে যায় সে বিষয়ে সতর্কতা অবলম্বন করতে অনুরোধ জানানো হয়েছে।

অর্থমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, বিষয়টি সমাধানের লক্ষ্যে ইতোমধ্যে কার্যক্রম গ্রহণ করা হয়েছে, দ্রুতই সমাধান হবে বলে আশা করা যাচ্ছে। 

সাধারনত ভেরিফায়েড পেজের ক্ষেত্রে ফেসবুক উপযুক্ত প্রমাণ স্বাপেক্ষে পেজটি হস্তান্তর করে। সে ক্ষেত্রে ২৪-৪৮ ঘন্টা সময় লাগে।

এ বিষয়ে আমাদের কাগজের পক্ষ থেকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ফেসবুকের সিকিউরিটি সিস্টেম হ্যাক করা কার্যত অসম্ভব। এই ধরনের ফেসবুক আইডি হ্যাকের ক্ষেত্রে সাধারনত হ্যাকাররা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর আশ্রয় নেয়। তবে কিছু কিছু ক্ষেত্রে হ্যাকারদের ট্রোজান হর্স জাতীয় ম্যালওয়ার ব্যাবহার করতে দেখা যায়। এধরনের ম্যালওয়ারের আক্রমনে পড়লে ভিকটিমের কম্পিউটারের সব তথ্য হ্যাকারদের কাছে চলে যায়।

তবে অর্থমন্ত্রীর পেজটি হ্যাক হওয়ার পর সেখান থেকে কোন পোস্ট দেওয়া হয় নি।