বিনোদন ডেস্ক
ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনির জন্মদিন আজ। ১৯৯২ সালের ২৪ অক্টোবর সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন পরীমনি। তার পারিবারিক নাম শামসুন্নাহার স্মৃতি। মডেলিং থেকে ছোট পর্দার পর ঢাকাই সিনেমায় নাম লেখান তিনি। ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়।
প্রথম সিনেমা মুক্তির আগেই ২৩ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে রীতিমত আলোচনার জন্ম দিয়েছিলেন হালের আলোচিত এই চিত্রনায়িকা। একে একে তিনি দর্শকে উপহার দেন ২২টি সিনেমা। বর্তমানে পরীমনির মুক্তির অপেক্ষায় আছে ‘বিশ্বসুন্দরী’ শিরোনামের একটি সিনেমা আর চুক্তিবদ্ধ হয়েছেন ‘প্রীতিলতা’ সিনেমায়।
জন্মদিনের বিষয়ে এই অভিনেত্রী জানান, রাত ১২টায় নিজের বাসায় বেশ কয়েকটা কেক কেটেছি। সন্ধায় একটি হোটেলে আমার ভালোবাসার মানুষদের নিয়ে কেক কাটার ইচ্ছে রয়েছে।
এর আগে বিভিন্ন গণমাধ্যমকে তিনি জানান, প্রকৃতির সাথে মিল রেখে গাউন পড়বেন ও ছোট খাটো ঘরোয়া আয়োজন করবেন। তিনি আরও জানান জন্মদিন উপলক্ষ্যে, অসহায় মানুষদের সাথে ভাগভাগি করে নিব।






















