বিনোদন ডেস্ক
মার্কিন নির্বাচন নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। এবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। দেশটির ভোট নিয়ে হলিউড তারকাদের মধ্যেও দেখা গেলো উৎসব। নিজেররা ভোট দেয়া তা শেয়ার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কোন কোন তারকা আবার ‘আই ভোটেড’ স্টিকার তাদের বুকে ও মুখে লাগিয়েও সে ছবি শেয়ার করছেন।
এদিকে নিজ দেশের প্রেসিডেন্ট নির্বাচনে গত একমাসেরও বেশি সময় ধরে হলিউড তারকারা তাদের পছন্দের প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে দেখা গেছে। মাস খানে প্রচার প্রচারণা চালানোর পর অবশেষে প্রয়োগ করেছেন ভোটাধিকার। ভোট দিয়ে উচ্ছ্বাসিত হয়ে ‘আই ভোটেড’ স্টিকার লাগিয়ে তা সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন সেলেনা গোমেজ, লিজজো, চেলসিয়া হ্যান্ডলার, হেইলি বিবার, বিয়ন্সে, বেলা হাদিদ, জেনিফার লোপেজ, কিম কার্দেশিয়ান সহ অনেক হলিউড তারকা।






















