বিনোদন ৪ নভেম্বর, ২০২০ ০২:১১

আইসিইউ থেকে কেবিনে অপূর্ব

বিনোদন ডেস্ক  

গতকাল রাতে জিয়াউল ফারুক অপূর্বর শারীরিক অবস্থা অবনতি ঘটলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সঙ্গে সঙ্গে নেওয়া হয় আইসিইউতে। ২০ ঘণ্টা আইসিইউ-তে রাখার পর আজ সন্ধ্যায় কেবিনে স্থানান্তর করা হলো অভিনেতা অপূর্বকে। 

নির্মাতা চয়নিকা চৌধুরী মিজানুর রহমান আরিয়ান বিষয়টি নিশ্চিত করেন তারা দুজনই সার্বক্ষণিক খোঁজ রাখছেন এই অভিনেতার বলে জানা যায়। 
চয়নিকা চৌধুরী জানান, ‘আগের চেয়ে অপূর্বর অবস্থা এখন বেটার। বিশেষ করে গতকালের চেয়ে অনেক অনেক ভালো আছে। সবাই একটু দোয়া করবেন।
নির্মাতা আরিয়ান জানান, আইসিইউ থেকে অপূর্বকে কেবিনে পাঠালেও এখনো শঙ্কামুক্ত বলার সুযোগ নেই। অনেক বড় একটা ঝড় বয়ে যাচ্ছে উনার শরীরের ভেতর দিয়ে। তবে আশার কথা গতরাতের পরিস্থিতিটা নেই এখন। হতে পারে এটা প্রপার চিকিৎসাব্যবস্থার জন্য। আমরা এখন অপেক্ষা করছি আবারও সবগুলো টেস্ট করিয়ে সেটার ভালো ফলাফলের জন্য। সেটার জন্য আরও দুদিন অপেক্ষা করতে হবে।
গতকাল পরশু করোনা পজেটিভ ফল হাতে পান এই অভিনেতা। জ্বরে ভুগছিলেন গত পাঁচদিন ধরে।
জানা যায়, গেলো সপ্তাহে অপূর্ব অংশ নেন সাগর জাহানের একটি নাটকের শুটিংয়ে।