বিনোদন ৬ নভেম্বর, ২০২০ ০৯:৫৪

লক্ষ্মী বউ চাই: বাপ্পী

বিনোদন ডেস্ক 

তারকাদের প্রেম বিয়ের গুঞ্জন নিয়ে সবসময় সরব থাকে গণমাধ্যম গুলো। তারকাদের ব্যক্তিজীবন নিয়ে সাধারনের আগ্রহের অন্ত নেই। কে হবেন তার জীবনসঙ্গী সে কৌতুহল মেটাতে বারবার আসে নায়কদের প্রেম বা বিয়ে নিয়ে নানা গুঞ্জন। তবে এবার কোনো গুঞ্জন নয়। সত্যি বিয়ে করতে চলেছেন ঢাকাই সিনেমার নায়ক বাপ্পি চৌধুরী।  

1

নায়ক নিজেই সাংবাদিকদের জানালেন তার বিয়ের খবর। তিনি জানান, তার জন্য পাত্রী দেখছে পরিবার। তিনি নিজের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের বিষয়ে সব দায়িত্ব পরিবারের উপরই ন্যাস্ত করেছেন।

বাপ্পি জানান, 'পরিবার থেকে পাত্রী দেখা চলছে। আমার কেমন মেয়ে পছন্দ সেটা তাদের বলেছি। তারা সে অনুযায়ী চেষ্টা করছেন। তবে বিয়ে কখন হবে সেটা এখনই বলা যাচ্ছে না।'

তিনি আরও জানান, 'জীবন, সংসার নিয়ে ভালো বোধ আছে এমন একটা মেয়েকে বিয়ে করতে চাই। আমাকে বুঝবে। ঘরের লক্ষ্মী হবে এমন একটা বউ। আমার ঘুরতে খুব ভালো লাগে। বউকে নিয়ে লং ড্রাইভে যেতে চাই, ইচ্ছেমতো ঘুরতে চাই। তাই যেই বউ হোক তারও যেন ঘুরে বেড়ানোটা পছন্দের হয়।’

2

নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করা বাপ্পি চৌধুরীর উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি। সিনেমার বাইরে পারিবারিক ব্যবসা দেখাশোনা করে সময় কাটে এ নায়কের।