বিনোদন ডেস্ক
এক মুঠোফোনের বিজ্ঞাপনের সংলাপ দিয়েই সবার প্রিয় হয়ে উঠেছিলেন শিশুশিল্পী দীঘি। সেটা প্রায় ১৩ বছর আগের কথা। সেই দীঘি এখন বেশ বড় হয়ে গেছেন। পুরোদস্তুর নায়িকা হিসেবে দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে। সম্প্রতি তিনি ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ নামের সিনেমার কাজ শেষ করেছেন। এরই মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে দীঘি প্রেমে পড়েছেন।
‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ নামের এক ছবিতে নায়িকা হিসেবে নাম লেখান দীঘি।
প্রেমের গুঞ্জনের প্রসঙ্গে দীঘি জানান, নায়িকাদের প্রেমের গুঞ্জন ওঠাই স্বাভাবিক। আমি মাত্র ছবিতে অভিনয় শুরু করেছি। ভেবেছিলাম, এসব গুজব উঠতে আরও এক বছর লাগবে। এসব গুজবে আমি কান দিই না। যখন প্রেম হবে, তখন এমনিই সবাই জানবে। মাত্র ক্যারিয়ার শুরু করেছি। কিছুই এখনো গোছাতে পারিনি। প্রেম করব কখন? প্রেম করার সময় নেই।

অল্প বয়সে নায়িকার ভূমিকায় অভিনয় করলেও বেছে বেছে ভালো কাজ করার ইচ্ছা তাঁর। বছরে ভালো মানের দুই থেকে তিনটি ছবিই তাঁর ক্যারিয়ারকে টেকসই করবে।
১৫ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ‘তুমি আছ, তুমি নেই’ ছবির শুটিং। পরিচালনা করছেন দেলোয়ার জাহান ঝন্টু। এই ছবিতে দীঘির বিপরীতে প্রথমে চুক্তিবদ্ধ হন নায়ক বাপ্পী চৌধুরী। পরে ছবি থেকে সরে দাঁড়ান বাপ্পী। তাঁর জায়গায় যুক্ত হন সায়মন। তিনি সড়ে যাওয়ার পর গণমাধ্যমে বরাত জানা যায় শান্ত খান হবেন দীঘির নায়ক।
বারবার এভাবে নায়ক বদল হওয়ায় এর আগে গণমাধ্যমে তাঁর উদ্বেগ নিয়ে কথা বলেন।

এ প্রসঙ্গে দীঘি জানান, ‘একটা ছবি করতে গেলে সহশিল্পীর বোঝাপড়া ভালো থাকা জরুরি। চিত্রনাট্য নিয়ে তাঁর সঙ্গে বারবার কথা বলে চরিত্র অনুযায়ী প্রস্তুতি নিতে হয়। শুটিংয়ের আগে অভিনয়ের জড়তা কাটাতে হয়। কিন্তু নায়ক বদলে যাওয়ায় সেই প্রস্তুতি নিতে পারছি না। যাকেই সহশিল্পী ভাবছি, কিছুদিন পর শুনছি সে নেই। এখন কাকে নিয়ে শুটিং শুরু হচ্ছে, সেটাও জানি না।’
এই ছবিটি ছাড়াও একাত্তরের ইতিহাস' ও 'যোগ্য সন্তান' ও 'ধামাকা' নামের তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আছেন দীঘি ‘ধামাকা' ও'যোগ্য সন্তান' সিনেমায় দীঘির বিপরীতে দেখা যাবে শান্তকে।






















