বিনোদন ১০ নভেম্বর, ২০২০ ০৭:২০

এবার ওয়েব সিরিজে বাঁধন

বিনোদন ডেস্ক      

সারল্য, চাঞ্চল্য ও সৌন্দর্যের জন্য কোটি মানুষের হৃদয় জয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় তারকা বাঁধন। অভিনয়ের মুগ্ধতা দিয়ে পর্দায় পাকাপোক্ত অবস্থান করে নিয়েছেন এই লাক্স তারকা। তবে দীর্ঘদিন ধরে শোবিজ থেকে দূরে ছিলেন বাঁধন। সেই বিরতি ভেঙে সম্প্রতি তিনি ‘ডার্করুম’ নামে একটি ওয়েব ফিল্মের কাজ শেষ করেছেন।

‘ডার্করুম’ ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। জানা যায়, নাটক ভেবে এই ওয়েব ফিল্মের সঙ্গে যুক্ত হয়েছিলেন অভিনেত্রী বাঁধন। তবে পরে তিনি জানতে পারেন, এটি ওয়েব ফিল্ম হিসেবে মুক্তি পাবে। ভুলক্রমেই হোক ‘ডার্করুম’র মাধ্যমে ওয়েব সিরিজে অভিষেক হয়ে গেল বাঁধনের।

জানা গেছে, এই ওয়েব সিরিজে বাঁধন ছাড়াও রয়েছেন চঞ্চল চৌধুরী ও তারিন জাহানের মতো টিভি তারকারা। প্যারাসাইকোলজি থ্রিলার ঘরানার গল্প নিয়ে নির্মিত ওয়েব চলচ্চিত্রটির ট্রেলার খুব শিগগিরই প্রকাশ পাবে বলে জানান নির্মাতা।

ডিসেম্বরে সিনেম্যাটিক অ্যাপে মুক্তি পাবে এই ফিল্মটি।  

f

সম্প্রতি জানা যায়, বাঁধন ‘মারিয়া’ নামের একটি সিনেমা করছেন। এটি নারী প্রধান একটি চলচ্চিত্র। যেখানে নারীর শক্তি ও ক্ষমতাকে ইতিবাচকভাবে তুলে ধরা হবে। এরইমধ্যে ছবিটির শুটিংও শেষ করেছেন তিনি। সিনেমাটি পরিচালনা করেছেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ। যিনি এর আগে ‘লাইফ ফ্রম ঢাকা’ সিনেমাটি পরিচালনা করেছেন।