বিনোদন ১১ নভেম্বর, ২০২০ ০৭:০১

বিজয় দিবসে জয়ার নতুন সিনেমা

বিনোদন ডেস্ক    

গত পরশু জনপ্রিয় কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের উপন্যাস ‘বিধবাদের কথা’ অবলম্বনে নির্মিত ‘নকশি কাঁথার জমিন’ সিনেমার শুটিং শেষ হয়েছে। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। জয়া আহসান মানেই দর্শকদের বাড়তি আগ্রহ তার সাবলীল অভিনয় দিয়ে জয় করে নিয়েছেন লাখো দর্শক মন। সিনেমাটি পরিচালন করছেন ‘খাঁচা’ সিনেমা দিয়ে জনপ্রিয়তায় আসা আকরাম খান। জানা যায়, ১৭ দিনে সিনেমাটির শুটিং শেষ করেছেন নির্মাতা।

আজ এ তথ্য নিশ্চিত করেছেন নির্মাতা আকরাম খান। তিনি জানান, ‘আমরা মোট ১৭ দিন হবিগঞ্জ, সৈয়দপুর ও নারায়ণগঞ্জে সিনেমাটির শুটিং করেছি। জয়া অংশ নিয়েছিলেন ২ নভেম্বর থেকে। এখন বাকি কাজ শেষ করব। আর এটা যেহেতু মুক্তিযুদ্ধের সিনেমা, তাই ২০২১ সালের ১৬ ডিসেম্বর সিনেমাটি মুক্তি দেওয়ার কথা ভাবছি।’  

সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা আরও জানান, ‘আমার আগের সিনেমাগুলোর চেয়ে এই সিনেমার গল্পটি নিজের কাছে বেশি পছন্দের। সেভাবে চেষ্টা করেছে আমাদের টিম।’

f

সিনেমার গল্পে দেখা যাবে, দুই বিধবা বোনের জীবনের গল্প, যাঁদের জীবনযাপনের আড়ালে লুকিয়ে আছে বাংলাদেশেরই ইতিহাসের এক রক্তঝরা অধ্যায়। এক বাস্তব ধর্মী গল্প দিয়ে নির্মাণ হবে সিনেমাটি।   

এর আগে হাসান আজিজুল হকের উপন্যাস অবলম্বনে আকরাম খান ‘খাঁচা’ সিনেমা নির্মাণ করেছিলেন, সেখানেও অভিনয় করেছিলেন জয়া আহসান।