বিনোদন ডেস্ক
আগামী মাসে গ্র্যান্ড কনসার্টে অংশ নেবে ব্যান্ড চিরকুট। যা চলতি বছরের সবচেয়ে বড় আয়োজন হতে যাচ্ছে এ দলের। আর এতে দলটি সুযোগ দিতে চায় নবীন পাঁচ ব্যান্ডকে।
এ জন্য দেশের বিভিন্ন বিভাগ থেকে ব্যান্ড নিয়ে শুরু হচ্ছে এই প্রতিযোগিতা। বিষয়টি নিশ্চিত করেছেন চিরকুট ব্যান্ডের গায়িকা শারমীন সুলতানা সুমি।
তিনি জানান, ‘ডিসেম্বরের কনসার্টটি নিয়ে এই মুহূর্তে বিস্তারিত কিছু আমরা বলতে পারবো না। এটার ঘোষণা আজকালের মধ্যেই আসবে। এই আয়োজনে আমরা সুযোগ দিতে চাই নবীন ৫টি ব্যান্ডকে। যাদের আমরা বাছাই করবো ৮টি বিভাগীয় শহর থেকে। আগ্রহী ব্যান্ডগুলোকে গানের রেকর্ডিং পাঠাতে হবে।
চিরকুট জানায়, গান অথবা ভিডিও তাদের কাছে পাঠাতে হবে। এখান থেকে যোগ্যতার ভিত্তিতে বাছাই করা হবে পাঁচটি ব্যান্ড। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত ক্লিপ পাঠানো যাবে। বাছাই শেষে সেরা ৫ ব্যান্ডকে নিয়ে গ্রুমিং সেশনে যাবে চিরকুট।
এদিকে, ব্যান্ডটি ইনডোর কনসার্ট নিয়ে ব্যস্ত। করোনা প্রকোপের পর তারাই প্রথম ব্যান্ড হিসেবে এতে অংশ নিয়েছে।






















