বিনোদন ডেস্ক
ছোট পর্দার অন্যতম জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। তাদের নাটক মানেই প্রেম, ভালোবাসা আর বিরহের সংমিশ্রন। কিন্তু এবার প্রথম এ জুটি হাটলেন ভিন্ন পথে।
সম্প্রতি ‘সানগ্লাস’ নামের একটি নাটকে জোট বাঁধলেন তারা। যেখানে প্রেমের ছিটেফোঁটাও নেই!
এমাসের শুরুতে কাজল আরেফিন অমির নির্মাণে নাটকটি প্রকাশ পায় মোশন রক এন্টারটেইনমেন্ট-এর ইউটিউব চ্যানেলে। প্রকাশের মাত্র ১১ দিনেই নাটকটি অতিক্রম করে ৫০ লাখ ভিউ! যা এই সময়ে আলোচিত ঘটনা বটে।
নির্মাতা জনান, ‘‘নাটকে রোমান্স বা প্রেমের ‘প’-ও নেই। আছে ভরপুর কমেডি! ভাবিনি, দর্শক সেই কাজটাকেই এতটা ভালোবাসবেন। প্রেমের বাইরে গিয়ে নির্মাণের জন্য এটা অনেক বড় ভরসার বিষয়।’’
নাটকে নিশো-মেহজাবীন ছাড়াও বাড়তি চমক হিসেবে আছেন জিয়াউল হক পলাশ।
নাটকের গল্পে দেখা যায়, আফরান নিশোর সানগ্লাস ভীষণ পছন্দ। তার সংগ্রহে রয়েছে বিভিন্ন সানগ্লাস। তবে আর্থিকভাবে দুর্বল হওয়ায় তার সানগ্লাসগুলোর দামও কম! অন্যদিকে, মেহজাবীন আইফোন পাগল মেয়ে! ঘুমাতে গেলেও আইফোন ১১ নিয়ে ঘুমায়! ঘটনাক্রমে পলাশের কাছ থেকে অনলাইনের মাধ্যমে অনেক দামি একটি সানগ্লাস কেনেন নিশো। ওই সানগ্লাসের মাধ্যমে মেহজাবীনের সঙ্গে পরিচয়। এরপরেই জমে ওঠে গল্প।






















