বিনোদন ডেস্ক
বিটিভির সোনালি যুগের নাটকের অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। ১৯৯০ সালে বিটিভিতে প্রচারিত জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘কোথাও কেউ নেই’ নাটকে প্রেমিক মামুনের বিয়ের খবর বাকের ভাইকে জানিয়ে মুনা বলেছিল, ‘আমার এখন মাঝে মাঝে মনে হয়, আমার বোধহয় আপনাকেই ভালোবাসা উচিত ছিল। আমরা সব সময় ভুল মানুষকে ভালোবাসি।’ মুনার এই সংলাপ সে সময় দর্শক হৃদয়ে দাগ কেটেছিল। আজ সেই ‘মুনা’ নন্দিত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার জন্মদিন। আজ তিনি ৫৯ বছর শেষ করে ৬০ বছরে পা দিলেন। এছাড়া অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা একজন সংসদ সদস্যও।
জানা গেছে, করোনার কারণে এবারের জন্মদিনে বিশেষ কোনো আয়োজন রাখেননি এই অভিনেত্রী। বাসায় ঘরোয়াভাবে পালন করছেন জন্মদিন।

উল্লেখ্য, ১৯৫৯ সালের ২ ডিসেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন সুবর্ণা মুস্তাফা। তাঁর পৈত্রিক নিবাস ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নে। সুবর্ণার বাবা গোলাম মুস্তাফা ছিলেন অভিনেতা ও আবৃত্তিশিল্পী। মা পাকিস্তান রেডিওতে প্রযোজনার দায়িত্বে ছিলেন। মাত্র পাঁচ-ছয় বছর বয়সে বেতার নাটকে কাজ করেন সুবর্ণা।
সুবর্ণা প্রথম টেলিভিশন নাটকে অভিনয় করেন নবম শ্রেণিতে পড়াকালে। ১৯৭১ সালের আগ পর্যন্ত তিনি শিশুশিল্পী হিসেবে নিয়মিত টেলিভিশনে কাজ করেছেন। তাঁর অভিনীত সিনেমাগুলো হচ্ছে ‘ঘুড্ডি’, ‘লাল সবুজের পালা’, ‘নতুন বউ’, ‘নয়নের আলো’, ‘সুরুজ মিয়া’, ‘শঙ্খনীল কারাগার’, ‘রাক্ষস’, ‘অপহরণ’, ‘স্ত্রী’, ‘দূরত্ব’ ইত্যাদি।
এছাড়া হুমায়ূন আহমেদের নির্মিত ‘আজ রবিবার’ নাটকে তাঁর দুর্দান্ত অভিনয় নজর কাড়ে সবার। বর্ণাঢ্য ক্যারিয়ারে স্বীকৃতিস্বরূপ পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একুশে পদক সহ নানা সম্মাননা আছে তার ঝুলিতে।






















