বিনোদন ৫ ডিসেম্বর, ২০২০ ০৭:১৮

এবার ‘পার্টনার’ অপূর্ব-মেহজাবীন!

 অপূর্ব-মেহজাবীন

অপূর্ব-মেহজাবীন

বিনোদন ডেস্ক

ছোট পর্দার জনপ্রিয় জুটি অপূর্ব ও মেহজাবীন তুমুল জনপ্রিয় এ জুটি সবসময় নতুন নতুন গল্পে ভক্তদের সামনে হাজির হয় এরই ধারাবাহিকতায় এবার ‘পার্টনার’ নাটকে দেখা যাবে তাদের

এবারও অপূর্ব-মেহজাবীন এক নতুন ধারার গল্প তুলে ধরছেন সদ্য নির্মিত নাটক ‘পার্টনার’-এর মাধ্যমে এতে তাদের সম্পর্কের তিক্ততা থেকে একে অপরের পার্টনার হতে দেখা যাবে আরিফুল ইসলাম পাঠকের চিত্রনাট্যে সিএমভি’র ব্যানারে এটি নির্মাণ করেছেন মো. মেহেদী হাসান জনি

নাটকটি নিয়ে অপূর্ব জানান, গল্পটি বেশ মজার চূড়ান্ত তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে দু’জন মানুষের চরম মিষ্টি সম্পর্কে পৌঁছানোর গল্প এটি দর্শকরা আনন্দ পাবেন

পরিচালক জনি গণমাধ্যমকে বলেন, শত্রু থেকে বন্ধুত্ব হওয়ার গল্প এটি তিনি নাটকটিতে নতুন ধারার গল্প বলতে চেষ্টা করেছেন

প্রসঙ্গত, ‘পার্টনার’র গল্পে দেখা যাবে, অপূর্ব ও মেহজাবীন একই মহল্লার বাসিন্দা যদিও সড়কে তাদের পরিচয় ঘটে ভয়ংকর তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে এবং নাটকের প্রায় পুরোটাজুড়েই চলতে থাকে সেই তিক্ততার রেশ সম্পর্কের গভীরতা ও টানাপোড়েনের বিষয়টি তারা অভিনয়ের মধ্য খুব সাবলীল ভাবে তুলে ধরেন

‘পার্টনার’র প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আগামী ১১ ডিসেম্বর একটি বেসরকারি টেলিভিশন আরটিভি’তে নাটকটি প্রচার হবে এবং সিএমভি’র ইউটিউব চ্যানেলে একইদিন প্রকাশ পাবে